কিশোরগঞ্জ থেকে প্রতিবেদক জানাচ্ছেন, কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খান পিকনিকে অসুস্থ হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিতর্কিত মন্তব্য করেছেন।
গত ৭ অক্টোবর থানায় পিকনিকের পর হাবিবুল্লাহ খানসহ কয়েকজন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে ছয়জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা শেষে ছাড়পত্র পান। বৃহস্পতিবার রাতে জেলার কয়েকজন সাংবাদিক তার শারীরিক অবস্থার খোঁজ নিতে থানায় গেলে হাবিবুল্লাহ খান ক্ষেপে গিয়ে বলেন, “পুলিশ হয়ে গেছে এখন বানরের মতো। রিকশাওয়ালার মার খায়। বানরের খাঁচায় বন্দি করে নাচাচ্ছে পুলিশকে।”
হাবিবুল্লাহ খানের বক্তব্যে আরও বলা হয়, “আমি অসুস্থ ছিলাম কখন? যদি থানায় পিকনিক করেছি, তাতে কি কারো কাছ থেকে চাঁদাবাজি করেছি? নিজের টাকায় খাওয়ার অধিকার তো আছে।” এসময় তিনি জানান, অন্য চাকরির চিন্তা করছেন।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এই মন্তব্যকে সমীচীন হিসেবে মানছেন না। তিনি বলেন, “বিপক্ষে নিউজ হলেই কোনো পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের প্রতি ক্ষুব্ধ হতে পারেন না। বিষয়টি দেখব। চাকরি করবেন কি করবেন না, সেটা তার ব্যক্তিগত বিষয়।”
এ ঘটনার মাধ্যমে পুলিশের শৃঙ্খলা ও সাংবাদিকদের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। কিশোরগঞ্জ থেকে প্রতিবেদক বিস্তারিত জানাচ্ছেন।
Leave a Reply