যাত্রাবাড়ীর মাতুয়াইলে যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম জামাল উদ্দিন খান শাহিনের অষ্টম মৃত্যুবার্ষিকীতে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
১১ই অক্টোবর শনিবার বিকেল পাঁচ ঘটিকার সময় মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পাঁচ আসনের সম্ভাব্য বিএনপির প্রার্থী আলহাজ্ব নবিল্লা নবী। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফেরদৌস আহমেদ রনি, যাত্রাবাড়ী থানা যুবদলের সভাপতি প্রার্থী মনজুর আলম খান রানা, ৬৫ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি শফিক খান, ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি প্রার্থী আশফাক উদ্দিন আরিফ, মরহুম জামাল উদ্দিন খান শাহিনের জামাতা মাতুয়াইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ মীর।
আলহাজ্ব নবী উল্লাহ নবী তার বক্তব্যে বলেন মরহুম জামাল উদ্দিন খান শাহিন আমার কাছে ছিল সন্তানের মত, আমি কোনদিন তাকে রাজনৈতিক কর্মী হিসেবে দেখি নাই, আজ বেঁচে থাকলে সে ঢাকা মহানগরীকে নেতৃত্ব দিত। আমি যতদিন বেঁচে থাকবো মরহুম জামাল উদ্দিন খান শাহীনকে ততদিন স্মরণ করব। ফ্যাসিস্ট হাসিনা সরকার আন্দোলন দমনের জন্য অনেকবার আমাকে ও জামাল উদ্দিন শাহিনকে হত্যার পরিকল্পনা করে। বাংলাদেশের বহু স্থানে আমিও জামাল উদ্দিন খান শাহিন পালিয়ে বেরিয়েছি। আমি যদি ভবিষ্যতে এমপি হতে পারি জামাল উদ্দিন খান শাহিন এর পরিবারের একজনকে কর্মসংস্থানের ব্যবস্থা করব। তিনি জামাল উদ্দিন খান শাহিনের এর আত্মার মাগফেরাত কামনা করেন।
Leave a Reply