নারায়ণগঞ্জ টু চিটাগং রোডের একমাত্র সড়ক সংস্কারের অভাবে দিন দিন খারাপের দিকে যাচ্ছে। দেখার যেন কেউ নেই দীর্ঘ দিন যাবত সংস্কারে অভাবে রাস্তাটি মৃত্যু ফাঁদে পরিনত হয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায় হাজ্বীগঞ্জের আইটি স্কুল থেকে নবীগঞ্জ খেয়া ঘাট পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা।
এই রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে।স্কুল কলেজ হাসপাতালে যাবার জন্য এই একটি মাত্র রাস্তা। একটু বৃষ্টি হলে পানি জমে থাকে রাস্তাটি বড় বড় গর্তে পরিনত হয়েছে। প্রতিদিন ঘটছে দূর্ঘটনা,দেখা যায় অটো উল্টে ঘটছে দূর্ঘটনা।
এই রাস্তাটি দিয়ে হাজার হাজার গার্মেন্টস শ্রমিক যাতায়াত করে এমনকি স্কুল কলেজে শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয় গাড়ি উল্টো দীর্ঘ যানজট সৃষ্টি হয়। তাই সকলের দাবী অতি দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য ব্যবস্থা গ্রহন করার জন্য সড়ক বিভাগের উর্দতম কর্মকর্তাদের দৃষ্টি কামনা করছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা।
Leave a Reply