চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে এখন টিভি চট্টগ্রামের ব্যুরোপ্রধান হোসাইন আহমেদ জিয়াদ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় এ মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।
এখন পযন্ত অভিযোগে নাম উল্লেখ করে মো:শুক্কুর (৩৮), ইয়াসিন ওরফে জামাই ইয়াসিন (৪২), শাহেদ আলী (৪৫), আহমেদ উল্লাহ বাবুর্চি (৫০), বাবু (৩৮) এবং অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত শনিবার সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন নিহত এবং ১৬ জন গুলিবিদ্ধ হন। এর পরদিন রোববার সকালে ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে যান এখন টিভির ব্যুরোপ্রধান হোসাইন আহমেদ জিয়াদ, ক্যামেরাপারসন পারভেজ রহমানসহ আরও কয়েকজন সাংবাদিক।
তখন সন্ত্রাসী শুক্কুর, ইয়াসিন, শাহেদ আলী, আহমেদ উল্লাহ বাবুর্চি ও বাবুর নেতৃত্বে অজ্ঞাতনামা ২০-৩০ জন সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত ভাবে হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র ও ইটপাটকেল দিয়ে সাংবাদিকদের মাথাসহ বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে তাদের। একপর্যায়ে সন্ত্রাসীরা সাংবাদিকদের হাতে থাকা ক্যামেরা ভাঙচুর করে এবং ক্যামেরা, তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এতে সাংবাদিকদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে, মামলা গ্রহণের পর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি মুজিবুর রহমান।
Leave a Reply