1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. mdaloar1986@gmail.com : মইনুল ইসলাম : মইনুল ইসলাম
  3. admin@nondito.tv : admin :
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

জনগণই ঠিক করবে পিআর পদ্ধতি হবে কি না: আমীর খসরু

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৬ বার পঠিত

রাজধানীর কসমস সেন্টারে নির্বাচন পদ্ধতি নিয়ে আয়োজিত এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন—
পিআর পদ্ধতির পক্ষে থাকা দলগুলোর সঙ্গে সব বিষয়ে নির্বাচন কমিশন একমত হতে পারবে না। তাই পিআর পদ্ধতির বিষয়টি জনগণের হাতে ছেড়ে দিতে হবে।

তিনি বলেন, যারা পিআর পদ্ধতির পক্ষে, তাদের উচিত হবে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট আনা। কিছু রাজনৈতিক দল মিলে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না, কারণ জনগণ তাদের সেই দায়িত্ব দেয়নি। তাই সনদেরও জনগণের ম্যান্ডেট প্রয়োজন।

দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, যাতে জনগণ আবার কথা বলতে পারে।
তার মতে, এখন সবচেয়ে দরকার সংসদকে কার্যকর করা এবং সনদে যেসব বিষয়ে একমত হয়েছে, সেগুলো নিয়ে বাস্তব অগ্রগতি ঘটানো।

আমীর খসরু আরও বলেন, গণতন্ত্রে একক দলের শাসনের কোনো স্থান নেই। দেশের রাজনৈতিক ব্যবস্থাকে বদলাতে হবে, ভিন্নমত ও বিরোধী মতের প্রতি সম্মান দেখাতে হবে, এবং সাংঘর্ষিক রাজনীতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost