কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরি নদী থেকে আয়েশা সিদ্দিকা এলি মণি (১১) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ কাকারা ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত এলি মণি ওই এলাকার মনছুর আলমের মেয়ে এবং দক্ষিণ কাকারা ফারুকিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে এলি মণি কয়েকজন বন্ধুর সঙ্গে মাতামুহুরি নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে সে নদীর স্রোতে ভেসে যায়। সঙ্গে থাকা শিশুরা উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়, তবে প্রথমদিনে শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।
পরদিন শুক্রবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। টানা অনুসন্ধানের পর দুপুর ১২টার দিকে নদী থেকে এলি মনির মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে কাকারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন,
শিশুটি নিখোঁজ হওয়ার পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা সারারাত উদ্ধার প্রচেষ্টা চালান। অবশেষে প্রায় ২১ ঘণ্টা পর নদী থেকে তার মরদেহ উদ্ধার সম্ভব হয়েছে।
Leave a Reply