আগামী জাতীয় নির্বাচনে আইনের শাসনের বাস্তব রূপ দেখাতে চায় নির্বাচন কমিশন—এ কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “প্রিজাইডিং অফিসারদের পূর্ণ ক্ষমতা দেওয়া হবে। তবে তারা যদি সেই ক্ষমতার অপব্যবহার করেন, তা হবে গুরুতর অপরাধ।”
শনিবার (১১ অক্টোবর) চট্টগ্রামে আয়োজিত ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি।
তিনি বলেন, “আইনের শাসন কাকে বলে—তা আমরা আগামী নির্বাচনে দেখাতে চাই। নির্বাচন হবে সুষ্ঠু, স্বচ্ছ ও জবাবদিহিমূলক। প্রিজাইডিং অফিসাররা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তাহলে নির্বাচন নিয়ে কারও প্রশ্ন থাকবে না।”
নাসির উদ্দিন আরও বলেন, “প্রিজাইডিং অফিসারদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। কেউ যদি তাদের ওপর চাপ সৃষ্টি করতে চায়, তাকে আইনের আওতায় আনা হবে। কমিশন চায় জনগণ যেন আস্থার সঙ্গে ভোটকেন্দ্রে যেতে পারে এবং তাদের ভোট নিরাপদে দিতে পারে।”
সিইসি বলেন, “আমরা এমন একটি নির্বাচন আয়োজন করতে চাই, যেখানে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং ভোটাররা বুঝবে—এটাই আসল গণতন্ত্র।”
Leave a Reply