দীর্ঘদিন পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বা ও জইশ-ই-মোহাম্মদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হলেও, এখন আর আফগানিস্তানে কোনো সন্ত্রাসী গোষ্ঠী নেই বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।
বৃহস্পতিবার ভারতের এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মুত্তাকি বলেন, “গত চার বছরে আমরা আফগানিস্তান থেকে সব সন্ত্রাসীকে নির্মূল করেছি। তাদের এখন এক ইঞ্চি জমিও দখলে নেই। ২০২১ সালের আফগানিস্তান আর আজকের আফগানিস্তান এক নয়।”
তিনি পাকিস্তানকে উদ্দেশ্য করে বলেন, “যদি তারা শান্তি চায়, তাহলে তারাও আফগানিস্তানের মতো এসব সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে পদক্ষেপ নিক।”
এ বক্তব্য দেন মুত্তাকি তাঁর প্রথম ভারত সফরের সময়, যেখানে দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপিত হয়। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর জানান, কাবুলে ভারতের টেকনিক্যাল মিশন এখন দূতাবাসে উন্নীত হবে।
সম্প্রতি কাবুল বিস্ফোরণ প্রসঙ্গে পাকিস্তানকে অভিযুক্ত করে মুত্তাকি বলেন, “এটি সীমান্তের কাছে দূরবর্তী এলাকায় ঘটেছে। আমরা মনে করি এটি পাকিস্তানের কাজ। সমস্যা এভাবে সমাধান হয় না। আফগানিস্তান এখন শান্তি ও উন্নয়নের পথে। কেউ যেন এতে বাধা সৃষ্টি না করে।”
তিনি সতর্ক করে বলেন, “যারা আফগানদের সাহস পরীক্ষা করতে চায়, তারা সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পরিণতি দেখে নিক। আফগানিস্তানের সঙ্গে খেলা ভালো কিছু আনবে না।”
আফগান পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, আফগানিস্তান ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় এবং সাম্প্রতিক ভূমিকম্পে ভারতের সহযোগিতায় কৃতজ্ঞ। তিনি বলেন, “আমরা পারস্পরিক সম্মান, বাণিজ্য ও জনগণের সম্পর্কের ভিত্তিতে সম্পর্ক আরও দৃঢ় করতে চাই।”
Leave a Reply