1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. mdaloar1986@gmail.com : মইনুল ইসলাম : মইনুল ইসলাম
  3. admin@nondito.tv : admin :
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৮:১২ অপরাহ্ন

চীনের পণ্যে ১০০% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৫ বার পঠিত

আগামী মাস থেকে চীন থেকে আসা সব পণ্যের ওপর বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১০ অক্টোবর) নিজের সামাজিকমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এই ঘোষণা দেন তিনি।

ট্রাম্প আরও জানান, গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানিতেও যুক্তরাষ্ট্র নতুন নিয়ন্ত্রণ আরোপ করবে।
এর আগে ট্রুথে আরেক পোস্টে তিনি চীনের কড়া সমালোচনা করে বলেন, “চীন তাদের বিরল জ্বালানি রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে খুবই শত্রুতাপূর্ণ আচরণ করছে। এর মাধ্যমে তারা বিশ্বকে জিম্মি করার চেষ্টা করছে।”

একই সঙ্গে তিনি জানান, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিলের কথাও বিবেচনা করছেন। যদিও পরে জানান, বৈঠকটি এখনো আনুষ্ঠানিকভাবে বাতিল হয়নি, তবে ‘হবে কি না’ তা অনিশ্চিত।

এই ঘোষণার পরই মার্কিন শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়। বিনিয়োগকারীদের মধ্যে দেখা দেয় আতঙ্ক।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত বৈশ্বিক বাণিজ্যযুদ্ধে নতুন উত্তেজনা তৈরি করবে।

গাড়ি, স্মার্টফোন ও অন্যান্য প্রযুক্তিপণ্যে ব্যবহৃত বিরল খনিজ উৎপাদনে চীনের দখলদারিত্ব রয়েছে। ট্রাম্পের ঘোষণার পর বেইজিংও পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন জাহাজে নতুন বন্দর ফি বসানোর ঘোষণা দিয়েছে এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘কোয়ালকম’-এর বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার তদন্ত শুরু করেছে।

দুই দেশের মধ্যে বাণিজ্যিক টানাপোড়েন চলতি বছরের মে মাস থেকেই তীব্র আকার ধারণ করেছে, যা দিন দিন আরও জটিল হয়ে উঠছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost