গণঅধিকার পরিষদ নির্বাচনের আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট বা আসন সমঝোতা করেনি বলে জানিয়েছেন দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, গণঅধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কাজ করছে এবং কারও সঙ্গে সমঝোতা হয়নি।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নুর লিখেছেন, “গত এক বছরে অন্তত একশোবার মিডিয়ার সামনে বলেছি, আমাদের কোনো জোট বা আসন সমঝোতা হয়নি। তবে নির্বাচনী মরশুম ঘনিয়ে আসায় কিছু দলের সঙ্গে আলাপ-আলোচনা চলছে, কিন্তু এখনও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।”
তিনি আরও জানিয়েছেন, ইতোমধ্যে ৩৬টি আসনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আশা করা হচ্ছে, এ মাসের মধ্যেই বাকি আসনগুলিতেও প্রার্থী ঘোষণা করা হবে।
নুর তার স্ট্যাটাসে গণমাধ্যম ও জনসাধারণকে মনগড়া বা অনুমান নির্ভর সংবাদ থেকে বিরত থাকার অনুরোধ করেছেন। তিনি জানিয়েছেন, দলের তথ্য সংক্রান্ত যেকোনো প্রয়োজনে দলের দুই দায়িত্বপ্রাপ্ত নেতার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।
গণঅধিকার পরিষদ বর্তমানে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী প্রেরণের মাধ্যমে প্রতিটি আসনে তাদের শক্তি পরীক্ষা করতে উদ্যোগী।
Leave a Reply