বলিউডের জনপ্রিয় দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন আবারও আলোচনায়। এবার আলোচনার কারণ তাদের নতুন লুক— যেখানে দীপিকা পরেছেন হিজাব আর রণবীরের মুখে দেখা গেছে ঘন দাড়ি।
সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, তারা দুজন আবুধাবির রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এবং শহরের সৌন্দর্য তুলে ধরছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের প্রতিক্রিয়া ঝড় তুলেছে— কেউ বলছেন “মাশাআল্লাহ, দীপিকাকে হিজাবে আরও সুন্দর লাগছে”, আবার কেউ লিখছেন “দুয়া নামের পর এবার দম্পতির রূপেই চমক।”
তবে জানা গেছে, এটি কোনো ব্যক্তিগত মুহূর্ত নয়, বরং আবুধাবির পর্যটন বিভাগের একটি প্রচারণামূলক বিজ্ঞাপন। মেয়ে হওয়ার পর এই প্রথম একসঙ্গে কোনো প্রজেক্টে কাজ করলেন দীপিকা ও রণবীর।
সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান জানাতেই হিজাব পরেছেন দীপিকা, আর রণবীরের নতুন লুকটিও বিজ্ঞাপনের অংশ। তবে অনেকেই বলছেন, তাদের এই রূপ দেখে মনে হচ্ছে— বলিউডের ‘গ্ল্যামার কাপল’ এখন অনেক বেশি সংযত ও পরিণত।
এদিকে ক্যারিয়ারের দিক থেকে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না এই দম্পতির। গত দুই বছরে তেমন কোনো সফল ছবি নেই রণবীরের হাতে, দীপিকাও কিছু বড় প্রজেক্ট থেকে বাদ পড়েছেন।
Leave a Reply