1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. mdaloar1986@gmail.com : মইনুল ইসলাম : মইনুল ইসলাম
  3. admin@nondito.tv : admin :
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন

বাংলাদেশে আসছে চীনের তৈরি ২০টি জে-১০ সিই যুদ্ধবিমান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৫ বার পঠিত

বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় আকাশ প্রতিরক্ষা জোরদারে চীনের তৈরি ২০টি জে-১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ২০২৭ সালের মধ্যে এই ৪.৫ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান কেনা, প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ ব্যয়সহ মোট খরচ হবে প্রায় ২৭ হাজার ৬০ কোটি টাকা।

সরকারি সূত্র জানায়, ২০২৫–২৬ এবং ২০২৬–২৭ অর্থবছরে এই চুক্তি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। যুদ্ধবিমানগুলো কেনা হবে চীনের সঙ্গে সরাসরি (G2G) বা আন্তঃসরকারি চুক্তির মাধ্যমে। প্রতিটি বিমানের সম্ভাব্য মূল্য ধরা হয়েছে প্রায় ৬ কোটি ডলার, অর্থাৎ মোট মূল্য প্রায় ১২০ কোটি ডলার। প্রশিক্ষণ, যন্ত্রপাতি, পরিবহণ ও অন্যান্য খরচ যোগ করলে মোট ব্যয় দাঁড়াবে প্রায় ২২০ কোটি ডলার।

বিমানগুলোর মূল্য ২০৩৫–২০৩৬ অর্থবছর পর্যন্ত ১০ বছরে কিস্তিতে পরিশোধ করবে বাংলাদেশ সরকার।

চীনের বিমানবাহিনীর ব্যবহৃত জে-১০সি মডেলের রপ্তানি সংস্করণ হলো জে-১০ সিই। উন্নত রাডার, উচ্চ গতির আকাশযুদ্ধ সক্ষমতা এবং মাল্টিরোল অস্ত্র ব্যবস্থার কারণে এটি বর্তমানে এশিয়ার অন্যতম আলোচিত যুদ্ধবিমান। পাকিস্তান সম্প্রতি দাবি করেছে, তাদের জে-১০ সিই যুদ্ধবিমান সীমান্ত সংঘর্ষে ভারতের একাধিক রাফায়েল ফাইটার ধ্বংস করেছে—যদিও ঘটনাটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

চীনের কাছ থেকে জে-১০ সিই কেনার বিষয়টি প্রথম আলোচনায় আসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মার্চ মাসের চীন সফরে, যেখানে চীন এ প্রস্তাবে ইতিবাচক মনোভাব প্রকাশ করে। পরে বিমানবাহিনীর প্রধানকে সভাপতি করে ১১ সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়, যারা চুক্তির খসড়া, দাম, প্রশিক্ষণ ও যন্ত্রাংশ ব্যবস্থাপনা নিয়ে আলোচনার দায়িত্বে রয়েছেন।

জে-১০ সিই কেন গুরুত্বপূর্ণ

চীনের বাইই অ্যারোবেটিক টিম ২০২৩ সালে তাদের বহরকে জে-১০সি মডেলে আপগ্রেড করে, যা চীনের অন্যতম উন্নত মাল্টিরোল ফাইটার। এই সিরিজের বিমানে উন্নত ইঞ্জিন, রাডার ও মিসাইল সিস্টেম রয়েছে, যা একসাথে আকাশ ও স্থল আক্রমণ সক্ষম করে তোলে।

বর্তমান বিমান বাহিনীর চিত্র

ওয়ারপাওয়ার বাংলাদেশ ডটকমের তথ্যমতে, বাংলাদেশ বিমান বাহিনীর মোট ২১২টি বিমান রয়েছে, এর মধ্যে ৪৪টি ফাইটার জেট। অধিকাংশই পুরনো মডেলের এফ-৭, পাশাপাশি রয়েছে ৮টি মিগ-২৯বি এবং কিছু ইয়াক–১৩০ প্রশিক্ষণ/লাইট অ্যাটাক বিমান।

বিএএফ বর্তমানে সি–১৩০জে পরিবহণ বিমান, এমআই–১৭ হেলিকপ্টার এবং চীনা কে–৮ প্রশিক্ষণ বিমান ব্যবহার করছে। নতুন জে-১০ সিই যুক্ত হলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় এক নতুন যুগের সূচনা হবে, যা ভারত ও মিয়ানমারের তুলনায় প্রযুক্তিগত ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে বলে মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost