দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও সিনিয়র সাংবাদিক কাদির কল্লোলের সঙ্গে এই দীর্ঘ সাক্ষাৎকারে তিনি তুলে ধরেন ভবিষ্যৎ বিএনপির রাজনৈতিক কৌশল, আওয়ামী লীগের রাজনীতি, আগামী নির্বাচন ও নিজের নেতৃত্বের দর্শন। দুই পর্বের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বটি প্রকাশিত হয়েছে আজ মঙ্গলবার।
তারেক রহমান বলেন, “আমাদের রাজনীতির মূল লক্ষ্য জনগণ, দেশ ও সার্বভৌমত্ব রক্ষা। আমরা গর্ব করি দুটি বিষয়ে — প্রবাসীদের প্রেরিত বৈদেশিক মুদ্রা ও বাংলাদেশের গার্মেন্টস শিল্প, দুটোই বিএনপির শাসনামলে শুরু হয়েছিল।” তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল, আর রাজনৈতিকভাবে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছিল বিএনপি।
তিনি বলেন, “অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক বুনিয়াদ গড়ে তুলব, যেখানে জবাবদিহিতা থাকবে। অভিযোগ থাকতেই পারে, কিন্তু আমরা সেগুলো বিবেচনায় নেব এবং ভবিষ্যতে প্রমাণ করব—আমরা জবাবদিহিতার রাজনীতি চাই।”
নেতৃত্বের অভিজ্ঞতা প্রসঙ্গে তারেক রহমান বলেন, “গত ১৭ বছরের প্রবাসজীবনে দল পরিচালনা ছিল অত্যন্ত কঠিন। পরিবার ও অসংখ্য নেতাকর্মীর সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না। তারা রাজপথে থেকেও দলকে সংগঠিত রেখেছেন।”
তিনি বলেন, “যুক্তরাজ্যে থেকে আমি অনেক কিছু দেখেছি, শিখেছি। যদি ইনশাআল্লাহ সুযোগ পাই, দেশের জন্য সেই শিক্ষা কাজে লাগাতে চাই। দেশের নাগরিক হিসেবে আমার লক্ষ্য থাকবে—বাংলাদেশকে গণতন্ত্র, জবাবদিহিতা ও ন্যায়ের পথে এগিয়ে নেওয়া।”
Leave a Reply