ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের আগেরদিন রবিবার নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। তিনি জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে ঢাকা বিভাগের পরিচালক পদে মনোনয়ন নিয়েছিলেন।
রেদুয়ান অভিযোগ করেছেন নির্বাচনে অনিয়ম হচ্ছে এবং এটিকে ‘সুকৌশলে এমন কাজ, যা রাতের ভোটকেও হার মানিয়েছে’ হিসেবে অভিহিত করেছেন। তাঁর দাবি, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে পুনরায় নির্বাচন হওয়া উচিত।
ঢাকা বিভাগের পরিচালক পদে মনোনয়ন নেওয়া বুলবুল ও ফাহিমের পক্ষে রেদুয়ানের প্রার্থিতা প্রত্যাহার কার্যত নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করেছে। তবে নির্বাচনের ব্যালটে রেদুয়ানের নাম থাকায় তিনি আনুষ্ঠানিকভাবে ভোট দিতে পারবেন না।
রেদুয়ান আরও জানান, নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে চেয়েও সফল হননি। তিনি ই-ব্যালট ও পোস্টাল ব্যালট প্রণালীর অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দাবি করেছেন, দেশের বাইরে থাকা বা হাসপাতালে রোগী হিসেবে থাকা প্রার্থীদের জন্যই ই-ব্যালট সীমিত রাখা উচিত।
আগামীকাল, ৬ অক্টোবর, বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন হবে। ভোট গ্রহণ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই মনোনয়ন প্রত্যাহার ও সমর্থন নিয়ে রাজনৈতিক উত্তাপ বেড়েছে।
Leave a Reply