খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত হয়ে ওঠে। ১৪তম মিনিটেই চেলসিকে এগিয়ে দেন মইসেস কাইসেদো। তার দূরপাল্লার দুর্দান্ত শট লিভারপুলের জালে গিয়ে ঠেকে। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসে লিভারপুল। ৬৩তম মিনিটে আলেকজান্ডার ইসাকের ফ্লিক থেকে কোডি গাকপো গোল করে সমতা ফেরান।
এরপর উভয় দলই একের পর এক আক্রমণ চালালেও গোলের দেখা মিলছিল না। ৯০তম মিনিটে চেলসির এনজো ফার্নান্দেজের শট পোস্টে লেগে ফিরে আসে। কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বদলি হিসেবে নামা ব্রাজিলিয়ান তরুণ এস্তেভাও উইলিয়ান কুকুরেয়ার ক্রস থেকে জয়সূচক গোল করে চেলসিকে উল্লাসে ভাসান।
গোল উদযাপনে টাচলাইনের পাশে দৌড়ে যাওয়ায় চেলসি কোচ এনজো মারেস্কা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।
এই জয়ে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে উঠেছে চেলসি। অন্যদিকে টানা তিন প্রতিযোগিতায় হারের স্বাদ পেল বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। ১৫ পয়েন্ট নিয়ে তারা নেমে গেছে দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা আর্সেনাল রয়েছে ১৬ পয়েন্টে।
ম্যাচ শেষে লিভারপুল কোচ আর্নে স্লট বলেন, শেষ মুহূর্তে ভাগ্য তাদের পাশে ছিল না।
Leave a Reply