বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মোঃ সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, আমরা পিআর মানে মনে করি জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে। সেই পিআরে আমরা বিশ্বাস করি।
‘তবে যারা প্রোপোশনাল রিপ্রেজেন্টেটিভ মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায়, তারা সফল হবে না,’ বলেন তিনি।
আজ ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তিনি এ কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে। সম্ভাব্য প্রার্থীরা জনসংযোগে আছেন। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে—তাহলে জনগণ তাদেরকে চিহ্নিত করবে, এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে।’
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াতে বাধা সৃষ্টি করতে কেউ কেউ ষড়যন্ত্র করছে, সেটা দৃশ্যমান।’
‘এখানে আন্তর্জাতিক মহলও থাকতে পারে। এখানে দেশি-বিদেশি শক্তি সক্রিয়, সেটা আমরা অনুমান করতে পারি। কিন্তু দেশের জনগণ ঐক্যবদ্ধ। এদেশে গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে, দেশি-বিদেশি কোনো রকমের ষড়যন্ত্র করবে তাদের জনগণ প্রতিহত করবে ইনশাআল্লাহ।
এসময় বিএনপির , কেন্দ্রীয় ওলামা দলের আহ্বায়ক কাজী মাওলানা মোঃ সেলিম রেজা, ও ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য সচিব, রাজপথের লড়াকু সৈনিক জননেতা জনাব এডভোকেট কাজী মাওলানা মোঃ আবুল হোসেন সহ ওলামা দলের কেন্দ্রীয় এবং সকল জেলার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply