নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোহরান মামদানি জয়ী হলে ফেডারেল সহায়তা বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, মামদানি ওয়াশিংটনের সঙ্গে এমন সমস্যা তৈরি করবেন, যা মহান শহরের ইতিহাসে আগে কখনও হয়নি।
ট্রাম্প দীর্ঘদিন ধরেই মামদানিকে ‘স্বঘোষিত কমিউনিস্ট’ আখ্যা দিয়ে আসছেন, যদিও মামদানি নিজেকে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক হিসেবে পরিচয় দেন। তিনি অভিযোগ করেছেন, ট্রাম্প নির্বাচনে হস্তক্ষেপ করে এমন প্রার্থীকে নির্বাচিত করতে চাইছেন, যারা প্রেসিডেন্টের স্বার্থকে সাধারণ নিউইয়র্কবাসীর স্বার্থের ওপরে রাখবে।
জোহরান মামদানি বলেন, তার প্রচারণা অন্যদের চেয়ে আলাদা, কারণ তিনি ট্রাম্প বা ধনী দাতাদের ওপর নির্ভর করছেন না। জনমত জরিপে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুওমোর চেয়ে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে আছেন। ৪ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে এই দ্বন্দ্ব লক্ষ্যণীয়।
Leave a Reply