আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ দেশে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জানান, পুলিশের মোট ২ লাখ ৩ হাজার সদস্যের মধ্যে দেড় লাখ সদস্যকে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ইতিমধ্যেই দুই হাজারের বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা সারা দেশে ১৩০টি প্রশিক্ষণ কেন্দ্রে অন্য সদস্যদেরও প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণের মধ্যে রয়েছে ভোটকেন্দ্রে দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সমন্বিতভাবে দায়িত্ব পালনের কৌশল।
আইজিপি আরও জানান, নির্বাচনের সময় সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে। নাগরিকদের নিরাপদ ও শান্তিপূর্ণ ভোট প্রদানের নিশ্চয়তা দেওয়াই পুলিশের প্রধান লক্ষ্য।
Leave a Reply