1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. mdaloar1986@gmail.com : মোঃ দেলোয়ার হোসেন : মোঃ দেলোয়ার হোসেন
  3. admin@nondito.tv : admin :
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন

লোহাগড়া উপজেলায় অসহায় আনোয়ারা বেগমের পাশে দাড়ালো বিএনপি

নাইম টিটো, লোহাগড়া প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩ বার পঠিত

লোহাগড়ায় অন্ধ ও অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন বিএনপির নেতৃবৃন্দ নড়াইলের লোহাগড়ায় অন্ধ ও অসহায় বিধবা আনোয়ারা বেগমের (৫১) পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টুর সার্বিক সহযোগিতায় তাঁর হাতে এক মাসের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
সম্প্রতি আনোয়ারা বেগমের মানবেতর জীবনযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এলে তিনি দ্রুত সহযোগিতার নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় স্থানীয় বিএনপি নেতারা ওই অন্ধ ও অসহায় বিধবার কোলা গ্রামের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। এসময় আনোয়ারা বেগম আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।

আনোয়ারা বেগম কাশীপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের মৃত জাবের শেখের স্ত্রী। প্রায় ১০ বছর আগে স্বামী মারা গেলে তিনি একমাত্র ছেলে আল মামুনকে নিয়ে কোলা গ্রামে পৈতৃক ভিটায় বসবাস শুরু করেন। আল মামুন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গত বছর ফুটবল খেলতে গিয়ে তার পা ভেঙে যায় এবং বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন, আদা, আটা, মুড়ি, চিড়া, ডিম ও লবণসহ প্রয়োজনীয় সামগ্রী।

এসময় উপস্থিত ছিলেন লোহাগড়া পৌর বিএনপির সহ-সভাপতি সৈয়দ আব্দুস সবুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিদ আলম শিপলু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমি, শ্রমিক দলের নেতা সাবু শেখ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য আশিকুর রহমান স্বপন, যুবনেতা সুমন, ছাত্রনেতা আনিচুর রহমান, সাকিবসহ অনেকে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষের পাশে দাঁড়াতে তারা নিয়মিত উদ্যোগ নিয়ে আসছেন। পাশাপাশি তারা আনোয়ারা বেগমকে একটি নতুন ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

<script async src=”https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-9605546039425134″
crossorigin=”anonymous”></script>

All rights reserved © 2019
Design By Raytahost