অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও ইতিহাস ধ্বংসের শিকার। গাজা সিটির তুফফা এলাকায় অবস্থিত ১৩ শতকের শেষ দিকে নির্মিত আয়বাকি মসজিদে বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। মঙ্গলবারের এই হামলায় মসজিদটির মিনার সম্পূর্ণভাবে ধসে পড়েছে।
টিআরটি জানিয়েছে, মামলুক শাসনামলে মিসরের শাসকরা শেখ আব্দুল্লাহ আল আয়বাকির নামে এ মসজিদ নির্মাণ করেছিলেন। গাজার মানুষের কাছে আয়বাকি মসজিদ শুধু একটি উপাসনালয় নয়, বরং ইতিহাস ও গৌরবের প্রতীক ছিল।
কিন্তু ইসরায়েলের সাম্প্রতিক এই হামলায় তা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্থানীয়রা বলছেন, ইসরায়েল কেবল মানুষ হত্যা নয়, প্রাচীন ঐতিহ্য ও ধর্মীয় স্থাপনা ধ্বংস করেও ভয় ছড়িয়ে দিচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালে শুরু হওয়া হামাস-ইসরায়েল যুদ্ধের পর থেকে গাজার অসংখ্য পুরাকীর্তি এবং মসজিদ ধ্বংস করে আসছে ইসরায়েল। জাতিসংঘের তদন্ত কমিশনও সম্প্রতি জানিয়েছে, গাজায় গণহত্যা চালাচ্ছে দখলদার বাহিনী। এখন পর্যন্ত ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় দুই লাখ মানুষ আহত হয়েছেন।
তবুও ইসরায়েলের আগ্রাসন থামছে না। গাজা সিটিতে নতুন করে আক্রমণ চালিয়ে প্রায় ১০ লাখ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সেনারা। ইতিমধ্যে অনেকে এলাকা ছাড়লেও হাজারো মানুষ এখনও সেখানে অবস্থান করছে।
Leave a Reply