১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে নবীগঞ্জ রেললাইন চৌরাস্তায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর উপজেলার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ। এ সময় তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন অতি দ্রুত সময়ের মধ্যে ব্যস্ততম সড়কটি সংস্কার করতে হবে,বিগত সময় স্বৈরাচারী সরকার সংস্কারের নামে কোটি কোটি টাকা প্রাচার করে, নিজেদের পকেট ভারি করে।মদনপুর মদনগঞ্জ সড়কটি সংস্কারের জন্য ৫৪ কোটি টাকা বরাদ্দ ছিল কিন্তু দুর্নীতির কারণে সড়কটির যথাযথ উন্নয়ন হয়নি, সংস্কারের কিছুদিন পরই সড়কটি ব্যবহার অনুপোযোগী হয়েছে,সাধারণ জনগণ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় প্রাণহানি সহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি শিকার হচ্ছেন।
বিশেষ করে শিল্প প্রতিষ্ঠানের ভারী যানবাহন চলাচলে নিয়ম শৃঙ্খলা থাকতে হবে।প্রতিনিয়ত পর্যবেক্ষণ করতে হবে, এই ব্যস্ততম সড়কটি দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষ যাতায়াত করে, তাই অনতিবিলম্বে সড়কটি সংস্কার করে মানুষের ব্যবহার উপযোগী করতে হবে। তিনি আরো হুশিয়ারি করে বলেন সংস্কার দৃশ্যমান না হলে বন্দরবাসীকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে সংস্কারের জন্য যা যা প্রয়োজন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী,সেক্রেটারি মোহাম্মদ আলী হোসেন, মহানগরী কর্ম পরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির, মহানগরীর সূরা সদস্য মোঃ জাকির হোসাইন, বন্দর উত্তর থানা আমীর আতিকু
Leave a Reply