বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চলমান আলোচনা থাকা সত্ত্বেও কিছু রাজনৈতিক দলের আন্দোলন ডাকা এক ধরনের আলোচনা টেবিলকে অসম্মান করা। বুধবার বনানীতে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সামনে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
আমীর খসরু বলেন, অধিকাংশ ইস্যুতে ইতোমধ্যে ঐকমত্য হয়েছে এবং আলোচনা চলমান রয়েছে। এই পরিস্থিতিতে আন্দোলন ডাকার মাধ্যমে জনগণের মাঝে প্রশ্ন দাঁড়াবে—তারা কি আলোচনার স্বার্থে কাজ করছে নাকি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে? তিনি বলেন, “আলোচনার মধ্যে থাকার সময় আন্দোলন ডাকা মানে আলোচনার টেবিলকে অসম্মান করা।”
বিএনপি নেতা আরও উল্লেখ করেন, বিতাড়িত শক্তিদের ফেরত আনার পথ তৈরি হচ্ছে কি না—এমন সন্দেহও সৃষ্টি হবে। তিনি বলেন, নির্বাচনের বিষয়ে যেখানে জনগণ অপেক্ষায় আছে, সেখানে মাঠ দখল করা নয়, ভোটের প্রচারণার মাধ্যমে মানুষকে কাছে আনা উচিত। জনগণ শান্তিপূর্ণ নির্বাচন চায়—যদি কেউ সেই পরিবেশ ব্যাহত করে, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বিবেচনা করে নিতেই হবে।
এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, উপরে চাপের কোনো প্রশ্নই নেই; আমাদের নেতাকর্মীরা নির্বাচনের পথে নেমে গেছে এবং শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের কাছে পৌঁছাতে কর্মসূচি চালিয়ে যাবে।
Leave a Reply