কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় দোহায় ইসরায়েলি বিমান হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শাস্তির দাবিও তুলেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, এই ধরনের রণনীতি অগ্রহণযোগ্য এবং এর জন্যও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
ইসরায়েল কর্তৃক দোহায় গত সপ্তাহে চালানো ওই হামলায় কয়েকজন নিহত হওয়ার খবর দেওয়া হয়েছে; কাতার বলেছে হামলার সময় সেখানে কয়েকজন হামাস নেতাও ছিল, যারা গাজায় যুদ্ধবিরতি আলোচনায় অংশগ্রহণ করছিলেন। কাতারের বক্তব্য — এরকম আক্রমণ মধ্যস্থতা প্রক্রিয়াকে ধ্বংস করে এবং অঞ্চল জুড়ে উত্তেজনা বাড়াবে।
মাজেদ আল-আনসারি আরও বলেন, ওই আক্রমণের পর কাতার তার সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার চেষ্টা চালিয়ে যাবে। তিনি এই হামলাকে ইসরায়েলের “রেঢ্দিল নীতির” অংশ হিসেবে বর্ণনা করে বলেন, নেতানিয়াহুর নীতি ব্যর্থতার আড়াল করতে এই ধরনের পদক্ষেপে অনুপ্রাণিত।
আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই হামলা নানান দেশের তীব্র প্রতিক্রিয়া ডেকে এনেছে; জাতিসংঘ ও কিছু দেশ কাতারের উদ্বেগ ভাগ করে নিয়েছে এবং বলা হচ্ছে—এ ধরনের আক্রমণ শান্তি প্রক্রিয়াকে বিপন্ন করে। তৎপরতায় কাতার যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত নিরাপত্তা আলোচনাও ত্বরান্বিত করার কথা বিবেচনা করছে।
Leave a Reply