জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার প্রসঙ্গে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সম্প্রতি একটি টক শোতে সরাসরি মন্তব্য করেছেন। তিনি বলেন, জামায়াত “জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়” এবং দেশের নির্বাচনের সময় পেছানো হলে নিজেদের শক্তিশালী করতে পারবে। তিনি এ প্রসঙ্গে বলেন,
“এই সরকার জামায়াত-এনসিপির সরকার। দেশের কাঠামোতে জামায়াত খুবই কমফর্টেবল। ভিসি তাদের, ডিসি তাদের, ছাত্র সংসদে ভোট ভালো হচ্ছে। দেশের চলমান প্রশাসনিক সুবিধা ব্যবহার করে তারা নিজ শক্তি আরও বাড়াচ্ছে।”
শামীম পাটোয়ারী আরও উল্লেখ করেন, জাতীয় পার্টি বা অন্য কোনো দলকে নির্বাচনের আগে নিষিদ্ধ করা গণতন্ত্রের মূলনীতি বিরুদ্ধ। তিনি বলেন,
“ভোটের আসন ভাগাভাগি করে, নির্বাচনের ফলাফল আগে থেকে নির্ধারণ করা এক ধরনের বড় মাপের স্বৈরাচারী আচরণ। এর বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করেছে। এখন সেই একই প্যাটার্ন পুনরায় চালানো হলে নির্বাচনের স্বাধীনতা নষ্ট হবে।”
তিনি জামায়াতকে সতর্ক করে বলেন, তাদের শক্তিশালী অবস্থান মানে কোনো দলকে নিষিদ্ধ করে রাজনৈতিক সুবিধা নেওয়া নয়। বরং এ অবস্থায় ভোট পিছিয়ে দেওয়া ও নির্বাচনের প্রক্রিয়া নষ্ট করার চেষ্টা হচ্ছে জামায়াতের মুখ্য উদ্দেশ্য।
শামীম হায়দার পাটোয়ারী স্পষ্ট করেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটই সিদ্ধান্তকারী, কোনো রাজনৈতিক দল বা অংশীদারের হাতে নির্বাচনের ফলাফল ঠিক করার ক্ষমতা নেই।
Leave a Reply