চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট মাঠে শুরু হয়েছে গ্রামীণ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা।এই মেলা চলবে মাসব্যাপী।
মঙ্গলবার বিকেল ৫ টায় এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি ও বাংলাদেশ শিপ ব্রেকিং রিসাইক্লিং অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আমজাদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমজাদ হোসেন চৌধুরী বলেন, “গ্রামীণ ক্ষুদ্র ও কুটির শিল্প দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। এ মেলার মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা আরও উৎসাহিত হবেন এবং নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।এতে করে হারিয়ে বসা এই ক্ষুদ্র ও কুটি শিল্পের প্রাণ পিরিয়ে পাবে এবং মানুষের আগ্রহের প্রকাশ পাবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর ও উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মো. মহিউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরসালিন, আলহাজ্ব মো. জাহাঙ্গীর, নাজিম উদ্দিন, আবুল কালাম চৌধুরী, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. সোলায়মান, ফৌজদারহাট কে.এম. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলামসহ রাজনৈতিক বিভিন্ন নেতৃবৃন্দ।
মেলার উদ্যোক্তা মো. রকি জানান, এ মেলায় কাঠ , বাঁশ ও বেতের তৈরি আসবাবপত্র, হস্তশিল্প, মৃৎশিল্প, গৃহস্থালি সামগ্রী, খাদ্যপণ্য, পোশাক সহ বিভিন্ন উৎপাদিত দ্রব্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।এতে করে গ্রামীন জনগোষ্ঠীর তৈরি বিভিন্ন জিনিসপত্র ফুটে আসবে এই মেলায়।
Leave a Reply