1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. mdaloar1986@gmail.com : মোঃ দেলোয়ার হোসেন : মোঃ দেলোয়ার হোসেন
  3. admin@nondito.tv : admin :
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন

দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে আন্তরিকতার সঙ্গে আইন মেনে কাজ করতে হবে: ডিসি

মোঃ নুর নবী জনি, ষ্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯ বার পঠিত

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন,দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে আন্তরিকতার সঙ্গে আইন মেনে কাজ করলে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল হবে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গ্রামীণ জনগণের সমস্যাগুলো দ্রুত সমাধানে সমন্বিতভাবে কাজ করতে হবে। গ্রাম আদালত জনগণের ন্যায়বিচার নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যা সবার সহযোগিতা ছাড়া কার্যকর করা সম্ভব নয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) নাইমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আসাদুজ্জামান সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ভিকারুন নেছা, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান এবং ইউএডিপির প্রজেক্ট অ্যানালিস্ট মো. শাহাদাত হোসেন।

এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তারা সভায় অংশ নেন।

সভায় গ্রামীণ জনগণ যাতে অল্প খরচে ও সহজে ন্যায়বিচার পায়, সেজন্য গ্রাম আদালতকে আরও কার্যকর ও ইউনিয়ন পরিষদ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও আইনি সহায়তার বিস্তার বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

<script async src=”https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-9605546039425134″
crossorigin=”anonymous”></script>

All rights reserved © 2019
Design By Raytahost