ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমবারের মতো স্বীকার করেছেন, দেশটি ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের কারণে একঘরে হয়ে পড়েছে। গাজায় চলমান যুদ্ধ ও কট্টর উগ্র ডানপন্থি নীতির কারণে নেতানিয়াহু বলেন, দেশকে এখন স্বনির্ভর অর্থনীতির সঙ্গে মানিয়ে নিতে হবে এবং নিজেরাই অস্ত্র তৈরি করতে হবে।
সোমবার অর্থ মন্ত্রণালয়ের এক সম্মেলনে তিনি বলেন, “আমরা এক ধরনের বিচ্ছিন্নতার মধ্যে চলে যাচ্ছি। বাইরের ওপর নির্ভরতা এড়াতে আমাদের স্বনির্ভর হতে হবে।” ইতোমধ্যে যুক্তরাজ্য, স্পেন ও কানাডা ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করেছে, এবং ফ্রান্স, অস্ট্রেলিয়া, নরওয়ে ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ জাতিসংঘে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে।
নেতানিয়াহুর এই মন্তব্যে বিরোধী নেতা ইয়াইর লাপিদ ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, “বিচ্ছিন্নতা ভাগ্য নয়, এটা নেতানিয়াহুর ভুল নীতি ও ব্যর্থতার ফল।”
এদিকে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলা অব্যাহত রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকা, এবং ছড়িয়ে পড়েছে দুর্ভিক্ষ। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
Leave a Reply