অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে বলেন, আমরা জাতি হিসেবে ব্যর্থ হতে চাই না। আমাদের তরুণরা জেগেছে, জনগণ জেগেছে, এবং আমরা একটি বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে চাই। জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল সব নাগরিককে সমান সুযোগ দেওয়া।
ড. ইউনূস বলেন, ছেলেমেয়ে যে পরিবারে জন্ম নিক না কেন, তারা সমান অধিকার ভোগ করবে। কেউ বন্দি বা ভীত হয়ে থাকবে না। শিক্ষিত তরুণরা দেশের ও বিশ্বের উন্নয়নে অবদান রাখবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রকে বৈষম্য, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ধর্ম, বর্ণ, মতের পার্থক্য ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দুর্গাপূজার উৎসবের কাঠামোই ঐক্য ও শক্তির প্রতীক। সবাইকে নিজের শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হলে অশুভ শক্তি পরাজিত হবে।
ড. ইউনূস বলেন, আমরা একটি পরিবার। পরিবারের মধ্যে পার্থক্য থাকলেও একতা অটুট। রাষ্ট্র সকল নাগরিককে সমান মর্যাদা নিশ্চিত করবে। কোনো সরকারের অধিকার নেই কাউকে বঞ্চিত করার। তাই তিনি নাগরিকদের আহ্বান জানিয়েছেন, তাদের সকল সংবিধিবদ্ধ অধিকার নিশ্চিত করতে হবে।
প্রধান উপদেষ্টা বলেন, ধর্ম পালনেও যেন নিরাপত্তা বাহিনীর বাধা না থাকে। সবাই বিশ্বাস ও নিরাপত্তার মধ্যে নিজের ধর্ম পালন করতে পারবে। এটাই নতুন বাংলাদেশের মূল লক্ষ্য।
Leave a Reply