দুই দেশের কূটনৈতিক সম্পর্কে শীতলতা থাকলেও, অন্তত খেলার মাঠে প্রতিপক্ষকে সম্মান দেখানোর প্রথা বহুদিনের। তবে দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত–পাকিস্তান ম্যাচ শেষে ঘটেছে এক অপ্রত্যাশিত ঘটনা।
ভারত জয়লাভ করার পরও অধিনায়ক সূর্যকুমার যাদব এবং অলরাউন্ডার শিবম দুবে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি। শুধু তাই নয়, ড্রেসিংরুমে ঢুকেই ভারতীয় দল দরজা বন্ধ করে দেয়, যেন পাকিস্তানি খেলোয়াড়রা কারও সঙ্গে দেখা করতে না পারেন।
এমন আচরণে হতাশা প্রকাশ করেছে পাকিস্তান দল। কোচ মাইক হেসন জানিয়েছেন, “আমরা হাত মেলানোর জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু প্রতিপক্ষ এগিয়ে আসেনি। এতে আমরা দুঃখিত ও হতাশ হয়েছি।” প্রতিবাদস্বরূপ পাকিস্তান দল পুরস্কার বিতরণী অনুষ্ঠানও বর্জন করেছে।
এদিকে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, এই সিদ্ধান্ত ছিল সরকারের ও বিসিসিআইয়ের যৌথ উদ্যোগ। পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে পাকিস্তানের সঙ্গে করমর্দন এড়িয়ে যাওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “খেলোয়াড়সুলভ মানসিকতার চেয়েও জীবনের কিছু বিষয় বড়। আমরা আমাদের সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে চেয়েছি।”
উল্লেখ্য, গত এপ্রিল মাসে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীদের হামলায় ২৫ জন ভারতীয়সহ ২৬ জন নিহত হয়। ভারত সরকার এ ঘটনার জন্য পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’কে দায়ী করে। সেই রেশ থেকেই এশিয়া কাপে হাত মেলানো এড়িয়ে গেছে ভারতীয়রা।
টসের সময়ও পাকিস্তান অধিনায়ক আগা সালমানের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার। ম্যাচ শেষে জয় উদযাপন করলেও, দুই দেশের সম্পর্কের উত্তাপ মাঠে করমর্দনের অভাবে স্পষ্ট হয়ে উঠেছে।
Leave a Reply