ঢাকা: জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করলেও এখনো দলগুলোর মধ্যে সমঝোতা হয়নি। বিএনপি, জামায়াত ও এনসিপিসহ সব দলের পক্ষ থেকে খসড়া সনদ জমা দেওয়া হয়েছে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আগেই জানিয়েছিলেন, জুলাই সনদ বাস্তবায়ন করা হবে তবেই তারা নির্বাচনে অংশ নেবে। কিন্তু বিএনপি ও এনসিপি কিছু বিষয়ে মতপার্থক্য দেখিয়েছে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, উচ্চকক্ষে প্রতিনিধিত্ব ও পিআরের বিষয়গুলোতে বিএনপি এখনও একমত নয়। দ্বিতীয় দফার বৈঠকে ২০টি বিষয়ে ৭টিতে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া এবং সংবিধানে অন্তর্ভুক্ত করা জরুরি। বিএনপির সদিচ্ছা থাকলে সনদ এখনই কার্যকর করা সম্ভব। নাহলে রাজপথে কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতারা।
আখতার হোসেন আরও বলেন, বিএনপির সহযোগিতা ছাড়া সনদ বাস্তবায়ন অসম্ভব হবে। এনসিপি আশা করছে, বিএনপি তার রাজনৈতিক অবস্থান থেকে সরে এসে সমাধানের পথে আগাবে। নব্বইয়ের তিনদলীয় রূপরেখার মতো জনগণ আর হতাশ হবে না, এজন্য জুলাই সনদ বাস্তবায়ন এখন জরুরি।
Leave a Reply