বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সঠিক রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে মাত্র পাঁচ বছরের মধ্যে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশে রূপান্তর করা সম্ভব। শুক্রবার চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত ‘ব্যবসার ভবিষ্যৎ: উদ্ভাবন, প্রযুক্তি ও টেকসই উন্নয়ন’ শীর্ষক সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, দেশে পণ্য তৈরির জন্য কাঁচামালের অভাব রয়েছে। তবে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের মাধ্যমে এই অভাব পূরণ করতে পারে। তিনি বলেন, আল্লাহ জ্ঞানার্জনে কাউকে মনোপলি দেননি; যে যত চেষ্টা করবে, সে ততটাই অর্জন করবে।
শেখ বশিরউদ্দীন বলেন, লেবার প্রোডাক্টিভিটি, ইউটিলিটি প্রপোরশন, লজিস্টিক এক্সিলেন্স, কস্ট টু ফিন্যান্স, এক্সেস টু ফিন্যান্স ও এক্সেস টু মার্কেট নিশ্চিত করলে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। বাজার ব্যবস্থাপনায় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও জানান, গণঅভ্যুত্থানের পর বাজারকে সঠিকভাবে পরিচালনা করা চ্যালেঞ্জ ছিল। তথাকথিত সিন্ডিকেটের অনেক সদস্য দেশ ছেড়ে পালিয়েছিল। তবে সঠিক উদ্যোগ ও মহান আল্লাহর অনুগ্রহে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
উপদেষ্টা দেশের অর্থনৈতিক রিজার্ভের কথাও তুলে ধরেন। তিনি বলেন, শেখ হাসিনার পতনের সময় রিজার্ভ ১০ বিলিয়ন ডলার ছিল, আর বিভিন্ন দেশের কাছে দায় ছিল ৬ বিলিয়ন। বর্তমানে রিজার্ভের পরিমাণ ৩০ বিলিয়ন ডলার।
ভবিষ্যতের সরকারের জন্য তিনি বলেন, সমন্বিত উদ্যোগ ও নিরপেক্ষ সংস্কারের মাধ্যমে বাজার ব্যবস্থা শক্তিশালী করা সম্ভব, যাতে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
Leave a Reply