বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ফ্যাসিবাদ বিদায় হলেও দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ‘জুলাই বিপ্লব ও আগামীর গণতন্ত্র ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর বলেন, ‘যাদের কিছু মানুষ মৌলবাদী বলে, আমি তাদের মৌলবাদী বলি। তারা এখন বেহেশতের টিকিট বিক্রি করছে। যে কেউ তাদের সঙ্গে থাকলে বেহেশতে যাবে, নাহলে দোজখে। কিন্তু নিজেরা বেহেশতে যাবে কিনা তারা জানে না।’ তিনি সতর্ক করেন, গণতন্ত্রের পথে রাষ্ট্র ব্যবস্থাকে না রাখলে সাম্প্রদায়িকতা ফ্যাসিবাদের চেয়ে দ্বিগুণ ক্ষতিকর হতে পারে।
তিনি আরও বলেন, ধর্মের সঙ্গে রাষ্ট্রের কোনো সাংঘর্ষিক সম্পর্ক নেই। প্রতিটি ধর্ম মানুষকে সঠিকভাবে পরিচালিত করার জন্য নির্দেশ দেয়। তাই রাষ্ট্র পরিচালনায় ধর্ম ও আইনকে সঙ্গতিপূর্ণ রাখা সম্ভব।
গয়েশ্বর চন্দ্র রায় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার ভূমিকার দিকে ইঙ্গিত করে বলেন, স্বাধীনতা মানে দায়বদ্ধতা ছাড়া সব বলা নয়। ছোটদের মধ্যে নেতিবাচক প্রভাব সৃষ্টি হতে পারে, তাই মনোযোগী হওয়া প্রয়োজন।
তিনি বিএনপির নেতাদেরও সতর্ক করে বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড শুধুই জনগণের কল্যাণে হওয়া উচিত, ব্যক্তিগত স্বার্থে নয়। গণতন্ত্র এবং জনগণের অধিকার সুরক্ষার জন্য সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, সাবেক ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান সেগুন প্রমুখ।
Leave a Reply