জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে জয় পেয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আবদুর রশিদ জিতু। আর সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
২৫টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। বাকি চারটির মধ্যে দুটি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ও দুটি স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।
আব্দুর রশিদ জিতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। জুলাই আন্দোলনের সময় থেকেই তিনি আলোচনায় আসেন। বৈষম্যবিরোধী আন্দোলন, গণঅভ্যুত্থান-পরবর্তী শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার আন্দোলন—সব ক্ষেত্রেই সামনের সারিতে ছিলেন তিনি।
ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও কোটা সংস্কার আন্দোলনের সময় তিনি প্রথমে সংগঠনের হাতে মারও খেয়েছিলেন। পরে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন এবং সেখান থেকে ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ প্ল্যাটফর্ম গড়ে তোলেন।
গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। রাতে ভোট গণনা শুরু হলেও ম্যানুয়ালি গণনার কারণে ফলাফল প্রকাশে সময় লাগে। মোট ১১ হাজার ৮৯৭ জন ভোটারের মধ্যে প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেন।
তবে এই নির্বাচনে ছাত্রদলসহ চারটি প্যানেল ও পাঁচজন স্বতন্ত্র প্রার্থী অংশ নিলেও অনিয়ম ও লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগ তুলে বয়কট করে। বিএনপিপন্থি চার শিক্ষক ও একজন নির্বাচন কমিশনারও দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
Leave a Reply