জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদকে স্মরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম ঘোষণা দিয়েছেন—প্রয়োজনে জীবন দিয়ে হলেও আসন্ন জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি ঠেকানো হবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আবু সাঈদ যেমন বুক পেতে জীবন দিয়েছিল, ছাত্রদলের দেশপ্রেমিক শিক্ষার্থীরাও রক্ত দিতে প্রস্তুত। কিন্তু পিআরের মতো অসম ব্যবস্থা চাপিয়ে দিয়ে নির্বাচন ভণ্ডুলের চেষ্টা সফল হতে দেওয়া হবে না।”
একইসঙ্গে তিনি আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বক্তব্যেরও তীব্র সমালোচনা করেন। ফুয়াদ ছাত্রদল কর্মীদের ‘গাঁজাখোর’ আখ্যায়িত করায় ক্ষোভ প্রকাশ করে হামিম বলেন, “এ মন্তব্য আমাকে আওয়ামী লীগের মিথ্যাচারের কথা মনে করিয়ে দিয়েছে, যেখানে শহীদ আবু সাঈদকে টোকাই-গাঁজাখোর বলা হয়েছিল।”
তলস্তয়ের কালজয়ী গল্প ‘সাড়ে তিন হাত জমি’ এর দৃষ্টান্ত টেনে ব্যারিস্টার ফুয়াদকে শিক্ষা নেওয়ার আহ্বানও জানান হামিম।
Leave a Reply