লালমনিরহাটের পাটগ্রামে ফেসবুক প্রেমের টানে সীমান্ত পেরিয়ে আসা ভারতীয় তরুণী রিংকি শেষ পর্যন্ত দেশে ফিরে গেলেন। প্রেমিক রবির দেওয়া প্রলোভন ও প্রতিশ্রুতির আশায় তিনি বাংলাদেশে এলেও এখানে এসে জীবনের নির্মম বাস্তবতার মুখোমুখি হন।
স্থানীয় সূত্র জানায়, ফেসবুকে রবি নামের এক যুবকের সঙ্গে পরিচয় ঘটে রিংকির। প্রেমের টানে ভারতের কাটাতারের বেড়া ডিঙ্গিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। কিন্তু অভিযোগ উঠেছে, বাংলাদেশে আসার পরপরই রবি তাকে কলঙ্কিত করে পালিয়ে যায়।
প্রতারিত ও হৃদয়ভঙ্গ রিংকি শেষ পর্যন্ত নিজ দেশ ভারতে ফিরে যেতে বাধ্য হন। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে প্রেমের নামে প্রতারণাকারী রবি ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
Leave a Reply