জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ—জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এবার ভিপি পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু, আর জিএস পদে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির মনোনীত প্যানেলের মো. মাজহারুল ইসলাম।
এছাড়া যুগ্ম সম্পাদক পদে ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এজিএস (ছাত্র) পদে ফেরদৌস আল হাসান ও এজিএস (ছাত্রী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা জয়ী হন। কেন্দ্রীয় সংসদের শীর্ষ ৪টি পদে ৩টি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীর জয় এবং মোট ২৫টি পদে ২১টি পদে এই জোট বিজয়ী হয়েছে।
অন্য পদগুলোতে শিক্ষাগত ও সাংস্কৃতিক, ক্রীড়া, তথ্য প্রযুক্তি, সমাজসেবা, স্বাস্থ্য ও পরিবহন সংক্রান্ত সম্পাদক ও সহ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিভিন্ন শিবির সমর্থিত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী। কার্যকরী সদস্য পদে ৩ জন নারী ও ৩ জন পুরুষ প্রার্থী নির্বাচিত হন।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১,৭৫৯ জন, যার মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী তাদের ভোটাধিকার ব্যবহার করেছেন। প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী। তবে ভোট গ্রহণ চলাকালীন কিছু প্যানেল কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জন করে।
Leave a Reply