চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রাজমিস্ত্রি সজীব আলী (৩১) শুক্রবার ১২ সেপ্টেম্বর দুপুর পৌনে একটার দিকে মাদারীপুর জেলায় ছাদ থেকে পড়ে মৃত হয়েছে। মৃত সজীব গোমস্তাপুর উপজেলার গোপাল নগর গ্রামের মর্তুজার ছেলে। এ ঘটনায় আটকৃত লিটন নাচোল উপজেলার উজিরপুর কসবা গ্রামের জব্দুলের ছেলে।
ঘটনাস্থল: মাদারীপুর জেলার মাদারীপুর থানাধীন শিরখরা ইউনিয়নের শিরখরা গ্রামের জনৈক মোঃ জামাল এর নর্মিাধীন বাড়ীতে এ ঘটনা ঘটে।
গত ১৯ আগষ্ট মঙ্গলবার রাজমিস্ত্রির কাজের জন্য মাদারীপুর জেলার মাদারীপুর থানাধীন শিরখরা ইউনিয়নের শিরখরা গ্রামের জনৈক মোঃ জামাল, পিতা-মৃত ইউনুস আলী, এর নবনির্মিত বিল্ডিং এর কাজ করার জন্য যায়। গত ১২ সেপ্টেম্বর শুক্রবার দুপুর অনুমান পৌনে একটার সময় উক্ত বিল্ডিং এর দ্বিতীয় তলায় নির্মান কাজ চলাকালীন সহকর্মী লিটন এর সাথে সজীব এর কাজের বিষয় নিয়া কথা কাটাকাটি হয়।
কথা কাটাকাটির এক পর্যায়ে লিটন, সজীবকে বিল্ডিং এর দ্বিতীয় তলা হইতে ধাক্কা মারিলে নিয়ন্ত্রণ সজীব বিল্ডিং এর নিচে পাকা উপর পড়ে মাথায় গুরত্বর আঘাতপ্রাপ্ত হলে সঙ্গে থাকা লোকজন দ্রুত সজীবকে মাদারীপুর থানাধীন কালিবাজার মোহাম্মাদিয়া মেমোরিয়াল হাসপাতাল ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সজীব ১২ সেপ্টেম্বর শুক্রবারে বিকেল ৩ টায় মৃত্যু বরণ করেন।
পরবর্তীতে সঙ্গে থাকা লোকজন স্থানীয় মাদারীপুর সদর থানায় না গিয়া মৃত সজীব ও লিটনকেসহ গোমস্তাপুর থানায় হাজির হইলে মৃত সজীব এর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের এর জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জে প্রেরণ করা হয়।
লিটন কে চাঁপাইনবাবগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় বলে জানা যায়।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াদুদ আলম জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, আটককৃত লিটন কে চাঁপাইনবাবগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply