জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ—জাকসু—ও হল সংসদ নির্বাচনে কারচুপি বা জালভোট প্রমাণ করতে পারলে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।
শনিবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। যদি কেউ কারচুপি প্রমাণ করতে পারে, তবে তিনি শুধু পদত্যাগই করবেন না, এমনকি তার পেনশনের টাকাও গ্রহণ করবেন না।
তিনি আরও জানান, যারা নির্বাচন বর্জন করেছেন, সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় কারো গ্রহণ করার অধিকার যেমন আছে, তেমনি বর্জনেরও অধিকার রয়েছে। তবে নির্বাচন কমিশনের এখানে কিছু করার নেই।
অন্যদিকে, নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারের পদত্যাগের বিষয়ে সিইসি বলেন, এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো দাপ্তরিক পদত্যাগপত্র জমা পড়েনি।
উল্লেখ্য, এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন প্রায় ১১ হাজার ৯০০ জন। এর মধ্যে ছাত্র ভোটার ৬ হাজার ১১৫ এবং ছাত্রী ভোটার ৫ হাজার ৭৮২ জন। এবার ভোট পড়েছে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ। ইতিমধ্যে ১৭টি হলের ভোট গণনা শেষ হয়েছে, বাকি রয়েছে মাত্র চারটি হল। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চলছে ভোট গণনার কাজ।
Leave a Reply