মাদারীপুরের শিবচরে শেখ জায়েদ নামে এক স্থানীয় সাংবাদিককে সংবাদ মুছে ফেলার হুমকি ও মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। বর্তমানে আহত ওই সাংবাদিক ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী শেখ জায়েদ, দৈনিক অভয়নগর পত্রিকার সংবাদকর্মী। তিনি জানান, গত ৯ সেপ্টেম্বর পাঁচ্চর গোয়ালকান্দা আব্দুল করিম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা খাতুনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম নিয়ে তিনি একটি প্রতিবেদন প্রকাশ করেন। এর পরদিন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাইদুর বেপারির নির্দেশে রাকিব নামে এক যুবক তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায় স্থানীয় একটি ক্লাবে।
অভিযোগ অনুযায়ী, সেখানে সাইদুর বেপারি সংবাদটি মুছে ফেলতে চাপ দেন। অস্বীকৃতি জানালে তাকে এলোপাতাড়ি ঘুষি, কিল ও লাথি মেরে আহত করা হয়। এ সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করা হয়। আরও অভিযোগ, সাইদুর বেপারি হুমকি দিয়ে বলেন—“এই এলাকায় আমার অনুমতি ছাড়া কোনো সংবাদ করা যাবে না। আমি লাবলু সিদ্দিকির লোক, কথা না শুনলে মেরে ফেলবো।” পরে কোনোভাবে পালিয়ে এসে প্রাণ বাঁচান সাংবাদিক জায়েদ।
বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ। মাথায় আঘাত পেয়েছেন এবং শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট বেঁধেছে বলে জানা গেছে। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি বিএনপি নেতৃত্বের প্রতিও সংশ্লিষ্ট নেতাকর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
Leave a Reply