সামাজিক সংগঠন বাতিঘর মানবকল্যাণ সংস্থার ২০২৫-২৭ অর্থ বছরের কার্যকরী কমিটির আলোচনা সভা ও সংগঠনের দায়িত্বরতরা হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও প্রাথমিক সদস্য নির্বাচিত হওয়ার ফুলেল শুভেচছা দেওয়া হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংগঠনটির কার্যকরী কমিটির প্রথম সভায় এ আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির উপদেষ্টা ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সদস্য বৃদ্ধি ও দায়িত্বশীলদের সচেতন হতে হবে। বাতিঘর মানবকল্যাণ সংস্থা জেলায় দৃষ্টান্ত স্থাপন করে গরিব-অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে থাকবে। সংগঠনটির বিভিন্ন কর্মসূচিতে নিজের সর্বোচ্চ দিয়ে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।
সভায় বাতিঘর মানবকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. হোসেন বেপারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম পাটোয়ারী, বাতিঘর মানবকল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, সহ-সভাপতি এস এম মিরাজ মুন্সী, যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াসিন বরকন্দাজ, সাংগঠনিক সম্পাদক নিরব আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক মো. রনি, সাধারণ সদস্য নেছার আহমেদ পাটোয়ারী প্রমুখ।
বক্তব্য শেষে হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সংগঠনটির উপদেষ্টা খালেকুজ্জামান শামীম, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় মঞ্জুর আলম পাটোয়ারী, সংগঠনটির সহ-সভাপতি এস এম মিরাজ মুন্সী ও হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্য নির্বাচিত হওয়ায় সংগঠনটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন ও সাধারণ সম্পাদক মো. হোসেন বেপারীকে ফুলেল শুভেচছা জানান অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে ওই সময় সংগঠনটির দপ্তর সম্পাদক মো. শাখাওয়াত হোসেন, তথ্য গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউসুফ বেপারী, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা ইসলাম ইয়াসমিন ও কার্যকরী কমিটির সদস্য মো. রাজু মির্জা উপস্থিত ছিলেন।
Leave a Reply