মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে কাতারে হামাসের শীর্ষ নেতাদের ওপর ইসরাইলি হামলার ঘটনাকে কেন্দ্র করে। ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, এ ঘটনার পর সংযুক্ত আরব আমিরাত আবুধাবিতে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত যোসি শেলিকে তলব করেছে।
বিশ্লেষকরা বলছেন, দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে, এটি তারই প্রমাণ। হামলার আগেই পশ্চিম তীর দখল নিয়ে ইসরাইলি পদক্ষেপ সম্পর্কে আমিরাত সতর্ক করেছিল। এরপর হামাস নেতাদের হত্যাচেষ্টা আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় তোলে, যেখানে আমিরাতও যুক্ত হয়।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাতারকে উদ্দেশ করে দেওয়া হুঁশিয়ারিও ‘শত্রুতাপূর্ণ মন্তব্য’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে ইউএই। এ অবস্থায় তেল আবিবে আমিরাত তাদের দূতাবাস বন্ধের বিষয়টিও বিবেচনা করছে বলে জানিয়েছে গণমাধ্যম।
অন্যদিকে, কাতার দীর্ঘদিন ধরে হামাসের রাজনৈতিক কার্যালয়ের আতিথ্য দিয়ে আসছে। গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ে মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করছে দোহা। এমন সময় রাজধানীতে ইসরাইলি হামলা ঘটনাটিকে কূটনৈতিকভাবে আরও স্পর্শকাতর করে তুলেছে।
এদিকে রোববার ও সোমবার দোহায় আরব-ইসলামি জরুরি সম্মেলন আহ্বান করা হয়েছে। সেখানে হামলার ঘটনার পর আঞ্চলিক অবস্থান সমন্বয় নিয়ে আলোচনা হবে।
Leave a Reply