মধ্যপ্রাচ্যকে ক্রমেই এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে ইসরাইল। গাজায় গণহত্যার পাশাপাশি লেবানন, সিরিয়া, ইয়েমেনেও একের পর এক বিমান হামলা চালাচ্ছে তারা। সর্বশেষ কাতারের রাজধানী দোহায় ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন কাতার ও ফিলিস্তিনের নাগরিক। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল পৌনে পাঁচটায় দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “বিশ্বজুড়ে বাংলাদেশিরা সবসময়ই ফিলিস্তিনি ভাই-বোনদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে এবং গর্বের সাথে তা অব্যাহত রেখেছে।”
তারেক রহমান আরও লিখেছেন, দখলকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের পরিকল্পনা কার্যত ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে শেষ করে দিচ্ছে। নেতানিয়াহুর নেতৃত্বে ফিলিস্তিনি জনগণ, তাদের সংস্কৃতি ও ভূমির ওপর যা চলছে, তা নিছক গণহত্যা নয়—বরং পরিকল্পিত জাতিগত নিধন।
তিনি বলেন, “অনেক বাংলাদেশি মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বসবাস ও কাজ করেন। ইসরাইলি আগ্রাসী আচরণের কারণে পুরো অঞ্চলটিই গভীর সংকটে পড়ছে। আমি তাদের এবং তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।”
এ ছাড়া, গাজায় ইসরাইলি সরকারের গণহত্যার দ্রুত বিচার করতে আন্তর্জাতিক আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি জানিয়েছেন, তারা যেন ইসরাইলের বসতি স্থাপনের পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নেয় এবং ন্যায়বিচার নিশ্চিত করতে চাপ সৃষ্টি করে।
Leave a Reply