জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে জুলাই জাতীয় সনদের সংবিধান-সংক্রান্ত সংস্কার প্রস্তাব নিয়ে কোনো সমঝোতা হয়নি। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে দিনব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপি মনে করছে, আগামী জাতীয় সংসদ ছাড়া সংবিধান-সংক্রান্ত প্রস্তাব বাস্তবায়ন সম্ভব নয়। অন্যদিকে জামায়াতে ইসলামী দাবি করছে, রাষ্ট্রপতির বিশেষ আদেশ বা গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই এটি কার্যকর করা উচিত। এনসিপি বলছে, নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে টেকসই বাস্তবায়ন সম্ভব।
বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপি নিজেদের অবস্থানে অনড় থাকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান-সংশ্লিষ্ট বিশেষ আদেশ বা গণভোট অগ্রহণযোগ্য। এনসিপি ও জামায়াতের পক্ষ থেকে নতুন পদ্ধতির প্রস্তাব রাখা হয়।
ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, আলোচনা মুলতবি রাখা হয়েছে। তবে দুটি বিষয়ে ঐকমত্য হয়েছে—সংবিধান-সংক্রান্ত নয় এমন প্রস্তাব অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়নযোগ্য, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ-বিধি প্রণয়নের মাধ্যমে কিছু বিষয় বাস্তবায়ন করা যাবে।
Leave a Reply