দেশজুড়ে বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কিছুটা কমেছে এবং তীব্র গরমের অনুভূতি অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, আগামী ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। শনিবার থেকে বুধবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।
এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। গত ২৪ ঘণ্টায় খুলনায় সর্বোচ্চ ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ফরিদপুর ও নওগাঁর বাদলগাছীতে সর্বোচ্চ ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পাঁচ দিনের শেষে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
Leave a Reply