দেশের চারটি বিভাগে সন্ধ্যার মধ্যেই ঝড়বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
স্থানীয় প্রশাসন এবং নৌযান কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, সমুদ্রগামী জেলেরা জানিয়েছেন, সকাল থেকেই আকাশ মেঘলা এবং বাতাসের গতি বাড়ছে।
বৃষ্টির আভাসে উপকূলবর্তী এলাকায় কিছুটা আতঙ্কও বিরাজ করছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঝড়বৃষ্টির এ ধারা সন্ধ্যার পরও অব্যাহত থাকতে পারে।
ফলে নদীপথে চলাচলকারী নৌযানকে যথাসম্ভব সাবধানে চলার অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply