ঢাকাসহ দেশের ১২টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার (১ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ সতর্কতা জানানো হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা বার্তায় বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সময় বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
যে ১২টি জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে সেগুলো হলো: পাবনা, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম।
এ অবস্থায় নদীপথে চলাচলরত নৌযান ও নৌযাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে সংশ্লিষ্ট জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বর্তমানে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব রয়েছে, যা বৃষ্টিপাত ও দমকা হাওয়ার কারণ হয়ে উঠছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
Leave a Reply