দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তায় দেশের চার বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় ৪৪ থেকে ১৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
বিশেষ করে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় অতি ভারি বর্ষণের কারণে ভূমিধসের আশঙ্কা করা হয়েছে। এছাড়া সন্ধ্যার মধ্যে এসব অঞ্চলে ঝড়ো হাওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে, যেখানে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট ১৫ জেলার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।
Leave a Reply