দেশের সাতটি অঞ্চলে দুপুর ১টার মধ্যে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৭ জুন) দুপুর পর্যন্ত এই পূর্বাভাসে বলা হয়েছে—ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে উল্লেখিত এলাকাগুলিতে।
আবহাওয়াবিদ শাহিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এছাড়া এই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, বৈরি আবহাওয়ার কারণে নদী ও সাগরে ছোট নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করতে হবে।
সকাল থেকে মেঘলা আকাশ ও গুমোট গরমে অনেক এলাকায় বৈরী আবহাওয়ার লক্ষণ দেখা গেছে। তবে বিকেলের পর পরিস্থিতির উন্নতি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
Leave a Reply