আগামী ৭ জুন শুক্রবার, পবিত্র ঈদুল আজহা। তবে ঈদ উৎসবের আমেজে কিছুটা ভাঁজ ফেলতে পারে বৈরী আবহাওয়া। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। অন্য বিভাগগুলোতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
গত কয়েক দিন ধরেই সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ঈদের আগের দুই দিন (৫ ও ৬ জুন) রাজশাহী, রংপুর, খুলনা ও ঢাকা সহ প্রায় সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঈদের দিন ও তার পরবর্তী কয়েকদিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের পরবর্তী ৫ দিনে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।
যারা কোরবানির প্রস্তুতি নিচ্ছেন বা ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদেরকে বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
Leave a Reply