আজ সোমবার রাত ১টা পর্যন্ত দেশের ১৪টি জেলার ওপর দিয়ে ঝড়, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য ঝড়ের বেগ ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
আবহাওয়া অফিসের সতর্কবার্তায় জানানো হয়েছে, দুপুর আড়াইটা থেকে রাত ১টার মধ্যে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে।
এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার ধরন: পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
এদিকে, চলতি মাসে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘শক্তি’ নিয়েও আবহাওয়া অফিসের পক্ষ থেকে আগে থেকেই সতর্কতা জারি রয়েছে।
সতর্কতা: উল্লেখিত এলাকার বাসিন্দাদের বাইরে চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। নদীপথে চলাচলরত নৌযানকে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Leave a Reply